আজ শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ৭:১৭

যুক্তরাষ্ট্রে বিধ্বস্ত নৌবাহিনীর বিমান, দুই পাইলট নিহত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২০, ১২:৫৯ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে বিধ্বস্ত নৌবাহিনীর বিমান, দুই পাইলট নিহত

আন্তর্জাতিক বার্তা:: যুক্তরাষ্ট্রে নৌবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এঘটনায় বিমানের দুইজন পাইলট নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে দেশটির আলাবামা এলাকায়।

দেশটির নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় শুক্রবার বিকাল ৫ টার দিকে দুই আসনবিশিষ্ট ওই বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। খবর সিএনএনের।

নৌবাহিনীর মুখপাত্র কমোডর জ্যাচেরি হ্যারেল জানান, প্রশিক্ষণ বিমানটি ফ্লোরিডার বিমানঘাঁটি থেকে উড্ডয়ণের ৯০ মিনিট পর আলাবামায় এসে বিধ্বস্ত হয়।

টি-৬বি মডেলের ওই বিমানটি আলাবামার ফলে এলাকায় বিধ্বস্ত হলে এর দুই পাইলট নিহত হন। তবে এ ঘটনায় স্থানীয় লোকজন হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ও নৌবাহিনী যৌথভাবে বিমান দুর্ঘটনা তদন্ত করছে।

আরও পড়ুন:  হজের খুতবা বাংলা করবেন যে আলেম

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১