
সিলেটের বার্তা প্রতিবেদক:: রাতভর নির্যাতনের পর নিহত রায়হানকে পাঠানো হয় মেডিকেলে। মৃত্যুর পর সাজানো হয় ‘গণপিটুনি’। এর পর দিনও দায়িত্বে ছিলেন এসআই আকবর হোসেন ভূঁইয়া।
তারপার থেকে আকবর গা ঢাকা দেন তিনি। সেই খবর ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয় পুরো দেশে। কীভাবে? কার সহায়তায় ফেরারী হয়ে গেলেন আকবর।
ফেরারী কাজে মদদদাতা এসআই এস.আই হাসান উদ্দিন।
সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে এক সংবাদবিজ্ঞপ্তিতে আজ বুধবার (২১ অক্টোবর) বিকেলে জানানো হয়, রায়হান হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ (সাময়ীক বরখাস্ত) এস.আই আকবর হোসেন ভূঁইয়াকে ফাঁড়ি হতে পালাতে সহায়তা ও তথ্য গোপনের অপরাধে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির (টু আইসি) এসআই হাসান উদ্দিনকে সাময়ীকভাবে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে।