আজ সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ৯:০৩

যা না থাকলে প্রেম পর্নোগ্রাফি হয়ে যাবে : স্বস্তিকা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২১, ২০২০, ০২:০৯ অপরাহ্ণ
যা না থাকলে প্রেম পর্নোগ্রাফি হয়ে যাবে : স্বস্তিকা

বিনোদন বার্তা:: স্বস্তিকার অস্থির ছবি দেখে অনেকেই পর্নোগ্রাফির দিকে টেনে নেন। আসলে না পাগলামী ছাড়া প্রেম তেমন লবনহীণ তরকারি যেমন। প্রেম মানেই পাগলামী আর সকল পাগলামীতেই রয়েছে কিছুটা প্রেম।

নারী-পুরুষের দুটো দেহ। একে অপরকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে ভালবাসার আলিঙ্গনে।

এ কি প্রেম নাকি পাগলামি? প্রশ্নটা ছুটে আসতেই নারীকণ্ঠে উত্তর, ‘সব পাগলামির পেছনেই কারণ থাকে। আর সব প্রেমেই থাকে পাগলামি। না হলে তো পর্ণোগ্রাফি হয়ে যাবে।’

তার কথায়, ‘প্রেমে কারণ না থাকলে, এই আদর, কাছে আসা, কাছে থাকাকে তো বুদ্ধিমান লোকে শুধু ‘বেড সিন’ বলবে।’ কথাগুলো শোনা গেল ওয়েব সিরিজ ‘চরিত্রহীন ৩’-এর টিজারে। আর সংলাপগুলো ছিলো অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের মুখে।

সম্প্রতি প্রকাশ হয়েছে এ টিজার। ৪৫ সেকেন্ডের টিজার জুড়ে স্বস্তিকা এবং সৌরভ দাস একে অপরের শরীরে মিশে যাচ্ছেন। ভালবাসায় মিশতে মিশতে স্বস্তিকা তাই প্রেমের সংজ্ঞা দিলেন।

দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় ‘চরিত্রহীন ৩’- এর মুখ্য চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সৌরভ দাসকে। এর আগে এই সিরিজে সৌরভ অভিনয় করলেও স্বস্তিকাকে দেখা যাবে এই প্রথম। একাধিক ঘনিষ্ঠ দৃশ্যের জন্য এর আগের ২টি সিজন চর্চার বিষয় হয়ে উঠতে সময় লাগেনি খুব বেশি।

এবার স্বস্তিকার উপস্থিতি প্রত্যাশা বাড়িয়েছে আরও কয়েক গুণ।

বরাবর সাহসী দৃশ্যে সাবলীল স্বস্তিকাকে হইচই-এর এই বহুল চর্চিত সিরিজে দেখতে আগ্রহী দর্শক।

আরও পড়ুন:  রনেশ ঠাকুরের ঘরে অগ্নিসংযোগকারীদের শাস্তি নিশ্চিতের দাবি চারণ সাংস্কৃতিক কেন্দ্রের

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১