
সিলেটের বার্তা প্রতিবেদক:: করোনার রেডজোন সিলেটে ফের চোখ রাঙাচ্ছে প্রাণঘাতী ভাইরাস। সর্বশেষ এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন সিনিয়র সাংবাদিক আজিজ আহমদ সেলিম।
মানুষের অসচেতনতাই মূলত এই ভাইরাস বৃদ্ধির কারণ বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
গত ২৪ ঘন্টায় সিলেটের দুই ল্যাবে নতুন করে আরও ৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তরা সিলেট বিভাগের বাসিন্দা।
এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ৩৫ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৬ জনের করোনা শনাক্ত হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, সোমবার ল্যাবে শনাক্তদের মধ্যে বেশিরভাগ সিলেটের বাসিন্দা।
আর শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, সোমবার ল্যাবে ৯৪ নমুনা পরীক্ষা শনাক্ত ১৬ জনের মধ্যে সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জের ২ জন, ও সিলেটের ১১ জন রয়েছেন।