আজ শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ৭:৩৩

আখালিয়া ও দক্ষিণ সুরমা থেকে ৯ জুয়াড়ি আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২০, ০৮:০৭ অপরাহ্ণ
আখালিয়া ও দক্ষিণ সুরমা থেকে ৯ জুয়াড়ি আটক

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট নগরীর আখালিয়া ও দক্ষিণ সুরমার সাধুরবাজারে পৃথক অভিযান চারিয়ে ৯ জুয়াড়িকে আটক করেছে র‍্যাব-৯।

আটককৃতরা হলেন-শিমুল দাস (২৩), মতিন মিয়া (২৭), মোঃ ইমন আহম্মেদ (২৩),মোঃ রুপন (২২), তারেক মিয়া (২৭), মোঃ নুর উদ্দিন (৩৮),আক্তার আলী (২৭), মোঃ জমির মিয়া (৩৮)ও মোঃ রাজু মিয়া (২৪)।

গতকাল রবিবার রাতে এ দুটি অভিযান পরিচালনা করে র‍্যাব সদস্যরা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১০টার দিকে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প)ও সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর আভিযানিক দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে আখালিয়া নতুন বাজার ও দক্ষিণ সুরমার সাধুর বাজার এলাকায়। অভিযানে ৯ জুয়াড়িকে আটক করা হয়।

আটকের সময় তাদের কাছ থেকে নগদ ৯ হাজার ৩৭০ টাকা,২ সেট তাস জব্দ করা হয়। জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে র‍্যাব বাদি হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে।

আরও পড়ুন:  বাদামবাগিচায় ডিবির হাতে দুই জুয়াড়ি আটক

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১