
প্রেসবার্তা:: আগামীকাল রবিবার (১৮ অক্টোবর) বাদ যোহর হযরত শাহজালাল রাহ. দরগাহ মাজার মসজিদে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে মিলাদ, দোয়া ও শীরনী বিতরণ অনুষ্ঠিত হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৬ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের এই আয়োজন করা হয়েছে।
এতে সিলেট মহানগর যুবলীগ ও ২৭ টি ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ মহানগর যুবলীগের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।