আজ সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি, রাত ৯:২৫

করোনায় যুক্তরাজ্যে প্রাণ গেল সিলেটের আবদুস ছালিক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২০, ০৮:৫৭ অপরাহ্ণ
করোনায় যুক্তরাজ্যে প্রাণ গেল সিলেটের আবদুস ছালিক

নিহত আবদুস ছালিক। ফাইল ফটো

প্রবাস বার্তা:: মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের লন্ডনে প্রাণ হারিয়েছেন আবদুস ছালিক (৭২) নামের সিলেটের একজন।

নিহত আবদুস ছালিক সিলেটের ওসমানীনগরের বাসিন্দা।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটার দিকে যুক্তরাজ্যস্থ লন্ডন রয়েল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

প্রায় দুই মাস পূর্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে সম্প্রতি লাইপ সার্পোটে ছিলেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন আবদুস ছালিকের চাচাতো ভাই ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতাউর রহমান।

আবদুস ছালিক বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে সভাপতি এবং দিশারী শিল্পি সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়া লন্ডন কমিউনিটির এই নেতা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। ওসমানীনগরের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডেও তার ভূমিকা রয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দ্ইু ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু প্রমূখ।

আরও পড়ুন:  পথ দেখাচ্ছে মহানগর যুবলীগ, নেতৃত্বের প্রশংসায় মুক্তি-মুশফিক

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১