
সিলেটের বার্তা ডেস্ক:: বিল্ডিংয়ের ছাদে খেলা করছিল ৯ বছরের শিশু মোফাজ্জর। খেলার ছলে হঠাৎ করে বিল্ডিংয়ে থাকা রড মাথার নিচ দিয়ে ঢুকে তুথনীর নিচ দিয়ে বের হয়ে যায়।
এতে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেটে নিয়ে আসেন।
আহত মোফাজ্জর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্বপুর গ্রামের জুয়েল মিয়ার ছেলে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে পাশের থাকা এক প্রবাসীর বিডিংয়ে খেলা করছিল। হঠাৎ অসাবধনতা বসত বিডিংয়ে রড তার মাথার নিচ দিয়ে প্রবেশ করে মুখের বাহিরে চলে যায়। পরে স্থানীয়রা লোহার রড থেকে কিশোরটিকে উদ্ধার করে সিলেট নিয়ে যান।
আহত হওয়া কিশোরের বাবার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সত্যতা নিশ্চিত করে বলেন, আমি এখন ঢাকায় আছি। আমার ছেলেকে সিলেট নিয়ে যাওয়া হচ্ছে। কিভাবে ঘটনা হয়েছে জানিনা। রিপোর্ট লেখার আগ পর্যন্ত কিশোরকে সিলেট নিয়ে যাওয়ার খবর জানা যায়।