আজ রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি, দুপুর ১২:৪০

এমসিতে গণষর্ধণ আর ফাঁড়িতে হত্যা জাহেলি যুগকে হার মানিয়েছে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২০, ০৬:৪৭ অপরাহ্ণ
এমসিতে গণষর্ধণ আর ফাঁড়িতে হত্যা জাহেলি যুগকে হার মানিয়েছে

নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উলামা মাশায়েখ পরিষদ সিলেট।

প্রেসবার্তা:: সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণ আর পুলিশ ফাঁড়িতে যুবক খুন এই দুই ঘটনা আইয়্যামে জাহেলিয়াতকে হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন উলামা-মাশায়েখ পরিষদ সিলেটের নেতৃবৃন্দ।

আজ শুক্রবার বাদ জুম্মা বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তারা এ মন্তব্য করেন।

বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনে রায়হান হত্যার প্রতিবাদে, খুনীদের অবিলম্বে গ্রেফতার দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে, দেশব্যাপী ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উলামা মাশায়েখ পরিষদ সিলেট।

শুক্রবার বাদ জুমআ নগরীর সিটি পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় সিটি মার্কেট পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

মিছিলে উলামা মাশায়েখ পরিষদ সিলেটের নেতৃবৃন্দ ছাড়াও নগরীর বিভিন্ন মসজিদ থেকে বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহন করেন।

আলেমে দ্বীন ও উলামা মাশায়েখ পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দীর সভাপতিত্বেও সেক্রেটারী অধ্যক্ষ ড. মাওলানা এ.এইচ.এম সোলায়মানের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- পরিষদের দায়িত্বশীল মুফতি আলী হায়দার, মাওলানা মুশাহিদ আহমদ, মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার ও মাওলানা মাসুক আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা আলা উদ্দীন, মাওলানা আব্দুল মুকীত, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা ওলিউর রহমান সিরাজী, মাওলানা হাবীবুল্লাহ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান সিদ্দিকী, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা শওকত আলী, মাওলানা আহমদ হোসাইন, মাওলানা শেখ হোসাইন আহমদ, ক্বারী আব্দুল বাসিত ও মাওলানা জুনায়েদ আল হাবীব প্রমুখ।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, দেশের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) সহ ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত পূণ্যভুমি সিলেটের মাটিতে এমসি কলেজের মতো শতবর্ষের পুরনো ঐতিহ্যবাহী ছাত্রাবাসে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে পালাক্রমে গণধর্ষণের রেষ কাটতে না কাটতেই পুলিশ ফাঁড়িতে নিরপরাধ রায়হান আহমদকে পিটিয়ে হত্যার ঘটনা আইয়্যামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। কিন্তু এই ঘটনার সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত প্রধান আসামী এসআই আকবর সহ অন্যান্য আসামী গ্রেফতার না হওয়ায় সিলেটবাসী বিক্ষুব্ধ। এ নিয়ে কোন টালবাহানা বরদাশত করা হবেনা। অবিলম্বে রায়হান হত্যায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্থি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন:  করোনায় আক্রান্ত বিএনপির কাইয়ুম চৌধুরী

বক্তারা বলেন, দেশব্যাপী ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন মহামারী আকার ধারণ করেছে। আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করা না গেলে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের মতো নৃশংসতা রোধ করা সম্ভব নয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সরকারকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১