আজ সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি, রাত ৯:২১

ঘাসিটুলা ও কানিশাইলে র‍্যাবের অভিযান, ১১ জুয়াড়ি আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২০, ০৬:৩২ অপরাহ্ণ
ঘাসিটুলা ও কানিশাইলে র‍্যাবের অভিযান, ১১ জুয়াড়ি আটক

ঘাসিটুলা ও কানিশাইলে র‍্যাবের অভিযান, ১১ জুয়াড়ি আটক

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট নগরীর ঘাসিটুলা ও কানিশাইল এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ১১জন জুয়াড়িকে আটক করেছে র‍্যাব-৯।

আটককৃতরা হলেন-হলো-সিলেট এসএমপির জালালাবাদ থানার বাদে আলী গ্রামের মৃত সুনাফর আলীর ছেলে মো. সুমন আহম্মেদ (৪৫), লালমনিরহাট জেলার আদিতমারি থানার পশ্চিম দুলজর গ্রামের মৃত হানিফ উদ্দিনের ছেলে মো. মনোহর আলী (৪০), মৌলভীবাজার সদরের শিমুলিয়া থানার ময়না মিয়ার ছেলে জাহিদ আহম্মেদ (২২), ব্রাহ্মনবাড়ীয়ার বিজয়নগরের সাতগাও গ্রামের দুলাল মিয়ার ছেলে সজিব আহম্মদ (২১), নবীগঞ্জের গোপলার বাজার রেনু মিয়ার ছেলে রাজিব আহম্মেদ (২৪), বানিয়াচংয়ের শান্তিপুরের সুরত আলীর জুনায়েদ (২২), দক্ষিণ সুরমার খানোয়া গ্রামের মৃত রিয়াজ মিয়ার ছেলে মো.করিম (৩৩), দিরাইয়ের মুরাদপুরের আমির হোসেনের ছেলে ইমরান (২২), বিশম্ভপুরের শক্তিয়ারখলার গ্রামের মৃত সাজুল ইসলামের ছেলে শাহাবুদ্দিন (২৩),নেত্রকোনার বারহাট্টার রইছ মিয়ার ছেলে সোহাগ মিয়া (২২) ও কিশোরগঞ্জের অষ্টগ্রামের মৃত ঝাক্কু মিয়ার ছেলে ঝলক (১৯)।

গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে ও রাতে এই দুটি অভিযান চালায় র‍্যাব-৯।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর আভিযানিক দল বৃহস্পতিবার বিকেল ৪টা ও রাত ১০টায় ঘাসিটুলা মোকামবাড়ী এলাকায় ও মজুমদারপাড়া (কানিশাইল) ঈদগাহ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় জুয়া খেলারত অবস্থায় ১১ জুয়াড়িকে আটক করে র‍্যাব সদস্যরা।

এসময় তাদের হেফাজত থাকা ১৫ হাজার ৩৩৫ টাকা ও ৩ সেট তাস জব্দ করা হয়। র‍্যাব বাদী হয়ে জুয়া আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

আরও পড়ুন:  সীমান্ত এলাকায়ও সেনাবাহিনীর মহড়া, দোকানপাট বন্ধ রাখার নির্দেশ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১