আজ সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ৯:২০

সিলেটের বন্দর থেকে মেঘালয়ে আকবর!

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২০, ০২:১৭ পূর্বাহ্ণ
সিলেটের বন্দর থেকে মেঘালয়ে আকবর!

সিলেটের বার্তা প্রতিবেদক:: মেঘালয়। উত্তর ভারতের সেভেন সিস্টার এর অন্যতম রাজ্য। যেখানে মেঘ আর পাহাড়ের লুকোচুরি খেলা। 

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া দীর্ঘদিন অপরাধীর সাথে ছিল যার সখ্যতা। 

তিনি আজ বন্দরবাজার টু মেঘালয়ে পাড়ি জমিয়েছেন। রিলাক্স মুডে। 

মেঘালয়। উঁচু উঁচু পাহাড়গুলো যেনো মেঘ ছুঁতে চায় সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নৃশংসতার যে গল্প লেখা হয়েছে সে কাহিনীর মূল হোতা বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভ‚ঁইয়া অবৈধভাবে সীমানা পেরিয়ে পালিয়েছেন মেঘালয়ে। পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হানের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত আকবর হোসেন ইতোমধ্যেই মেঘালয়ে পৌঁছে গেছেন বলে একটি সূত্রে জানা গেছে।
ওই সূত্র বলছে, রায়হানের মৃত্যুর পরদিন সোমবার বিকেলে সিলেট নগরী ছাড়েন এসআই আকবর। সিলেটের সীমান্তবর্তী একটি গ্রামে দুই দিন আত্মগোপনে থাকার পর বুধবার ভোরে সীমান্ত পেরিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করেন আকবর হোসেন ভূঁইয়া। এ কাজে তাকে সহযোগিতা করেন এক চিহ্নিত মাদক ব্যবসায়ী।
সিলেট নগরীর কাষ্টঘরের সুলাই লালের ঘর থেকে ধরে এনে বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনের পর রোববার ভোরে ওসমানী মেডিকেল হাসপাতালে মারা যান নগরীর আখালিয়া নেহারিপাড়া এলাকার মৃত রফিক মিয়ার ছেলে রায়হান আহমদ। এরপর ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য রোববার দিনভর ‘গণপিটুনি’ বলে প্রচারের চেষ্টা চালান বন্দর ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন। রোববার গভীর রাতে বন্দরবাজার ফাঁড়ির সকল পুলিশকে অভিযুক্ত করে কোতোয়ালি মডেল থানায় আসামিদের অজ্ঞাত রেখে মামলা করেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।

আরও পড়ুন:  মোদিকে সর্বোচ্চ মর্যাদা দেবে সরকার, জনগনও জানাবে সম্মান: খাদিমপাড়ায় পররাষ্ট্রমন্ত্রী

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১