আজ সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ৮:২৯

কামরানপুত্র শিপলুর কোলে রায়হান কন্যা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২০, ০১:১৮ অপরাহ্ণ
কামরানপুত্র শিপলুর কোলে রায়হান কন্যা

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান এর পুত্র আওয়ামী লীগ নেতা ডা. আরমান আহমদ শিপলু কোলে নিয়েছেন নিহত রায়হান উদ্দিনের কন্যাকে।

আজ মঙ্গলবার সকালে তিনি পুলিশী নির্যাতনে নিহত রায়হান উদ্দিন আহমদের আখালিয়াস্থ নেহারীপাড়ার বাসায় যান।

ডা. শিপলুকে কাছে পেয়ে রায়হানের মাসহ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। কান্না জড়িত কন্ঠে রায়হানের মা বারবার পুত্র হত্যার বিচার চান। রায়হানের দুই মাস বয়সের কন্যা শিশুকে কোলে নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ডা.শিপলু । বেশ কিছু সময় তিনি শিশুটিকে কোলে নিয়ে আদর করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের শান্তনা দেন।

এসময় তিনি জোর দাবি জানিয়ে বলেন, এই ঘটনার সাথে যে বা যারা জড়িত রয়েছে তাদের যেনও দৃষ্টানমূলক শাস্তি হয়। যাতে আর কোনো মা-বাবার কোল খালি না হয় । আর কোনো শিশু যেন পিতৃহারা না হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক সাইফুর রহমান সাইফুর, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুব ও ক্রীড়া সম্পাদক কবির আলম, মহানগর যুবলীগ নেতা সুমন ইসলাম খান, ছাত্রলীগ নেতা মাহিন তালুকদার, তানভীর আহমদ প্রমুখ।

আরও পড়ুন:  সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১