আজ রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি, দুপুর ১:০৩

কানাইঘাটে কিশোরীকে এক সপ্তাহ আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১১, ২০২০, ১১:০১ অপরাহ্ণ
কানাইঘাটে কিশোরীকে এক সপ্তাহ আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

গ্রেফতারকৃত মিজানুর রহমান

সিলেটের বার্তা প্রতিবেদক:: সিলেটের কানাইঘাটে এক সপ্তাহ আটকে রেখে এক কিশোরীকে ধর্ষণের দায়ে লম্পট যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মিজানুর রহমান উপজেলার বড় চতুল গ্রামের রফিকুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের ১৬ বছর বয়সী এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যায় বড়চতুল ইউনিয়নের বড়চতুল গ্রামের মৃত রফিকুল হকের পুত্র রাজ মিস্ত্রি মিজানুর রহমান (২৮)। তার বাড়ীতে টানা ৭দিন আটক রেখে কিশোরীকেএকাধিকবার ধর্ষণ করে মিজান। নিখোঁজের পর থেকে ভিকটিমের বাবার মৌখিক অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ কিশোরীকে উদ্ধার অভিযানে নামে।

একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে থানার এস.আই এস.এম মাইনুল ইসলাম একদল পুলিশ নিয়ে মিজানুর রহমানের বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির সূত্র ধরে তাৎক্ষণিক তার বাড়ির একটি বসত ঘর থেকে বন্দি অবস্থায় কিশোরীকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে মিজানুর রহমানের বিরুদ্ধে থানায় অপহরণ ও নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। থানার মামলা নং- ১৬, তারিখ- ১১/১০/২০ইং।

ভিকটিমকে রবিবার সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠিয়েছে পুলিশ এবং ধর্ষণকারী মিজানুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন:  সোমবার ফ্রান্স দূতাবাস ঘেরাও করবে ইসলামী দলগুলো

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১