আজ সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি, রাত ৮:০০

দুর্গাপূজা উপলক্ষে নগরবাসীকে যেসব নির্দেশনা দিল এসএমপি

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১০, ২০২০, ০৮:২৫ অপরাহ্ণ
দুর্গাপূজা উপলক্ষে নগরবাসীকে যেসব নির্দেশনা দিল এসএমপি

সিলেটের বার্তা ডেস্ক:: আগামী ২২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গুরুত্বপূর্ণ কয়েকটি নির্দেশনা দিয়েচে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

মহামারী করোনা পরিস্থিতিতে পূজার কার্যক্রম পরিচালনা ও মণ্ডপের নিরাপত্তা নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১১টায় এসএমপি’র সদর দপ্তরের সভাকক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া পুলিশের পক্ষ থেকে কয়েকটি নির্দেশনাও দেয়া হয়েছে। সেগুলো হলো, পূজা কার্যক্রম চলাকালে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা, মহানগরীর সকল পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং স্ট্যান্ডবাই জেনারেটর বা হ্যাজাক লাইটের ব্যবস্থা রাখা। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এসএমপি’র কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্তি পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রামকৃষ্ণমিশন ও আশ্রমের অধ্যক্ষ চন্দ্রনাথানন্দজী মহারাজ, উপ-কমিশনার (সদর ও প্রশাসন) মো. তোফায়েল আহমেদ, উপ-কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম, উপ-কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার, উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ সোহেল রেজা পিপিএম, উপ-কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদীদ, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আলম, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি সুব্রত দেব, পূজা পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় পূজা কমিটির সদস্য রজতকান্তি ভট্টাচার্য প্রমুখ।

আরও পড়ুন:  শেষ হচ্ছে না নাটক: সোমবার থেকে ফের খুলছে হাসান মার্কেট

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১