আজ সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি, রাত ৯:৩৭

বিয়ানীবাজারে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৮, ২০২০, ০১:৪৯ অপরাহ্ণ
বিয়ানীবাজারে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নিহত কামরুল ইসলাম

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের বিয়ানীবাজারে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত কামরুল ইসলাম (২৪) উপজেলার মুড়িয়া ইউনিয়েনের কোনাগ্রামের চান্দ আলীর ছেলে।

গতকাল বুধবার (০৭ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে কোনাগ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক শত্রুতাকে কেন্দ্র করে ছোট ভাই তানভীর (১৭) ও বড়ভাই কামরুলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তানভীরের দায়ের কোপে কামরুল ঘটনাস্থলে মারা যায়। এর ফাঁকে তানভীর পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে বিয়ানীবাজার থানা পুলিশ।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে। তিনি আরও বলেন, ঘাতক তানভীর এখন পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করতে আমরা অভিযান চালাচ্ছি।

আরও পড়ুন:  বালাগঞ্জে আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১