আজ রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি, দুপুর ১২:৫৬

সিআইডির হাতে আটক প্রশ্নফাঁস চক্রের মাস্টারমাইন্ড আবদুস সালাম

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৬, ২০২০, ০২:০১ অপরাহ্ণ
সিআইডির হাতে আটক প্রশ্নফাঁস চক্রের মাস্টারমাইন্ড আবদুস সালাম

সিআইডির হাতে আটক প্রশ্নফাঁস চক্রের মাস্টারমাইন্ড আবদুস সালাম

সিলেটের বার্তা ডেস্ক:: সিআইডির হাতে আটক হয়েছেন প্রশ্নফাঁস চক্রের মাস্টারমাইন্ড আব্দুস সালাম।

রাজধানীর বনশ্রী এলাকার জি ব্লকে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০১৪ সালে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানায় দায়ের করা হত্যা মামলারও (মামলা নম্বর-১৬) আসামি আব্দুস সালাম। খন্দকার রেজাউল ইসলামের দায়ের করা মামলায় সালামের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করা হয়েছিল।

সিআইডির সাইবার পুলিশের বিশেষ পুলিশ সুপার এসএম আশরাফুল আলম জানান, প্রশ্নপত্র ফাঁসচক্রের অন্যতম সদস্য জসিম, সালামসহ অন্যান্য সদস্যদের অবৈধভাবে উপার্জিত সম্পদের খোঁজে অনুসন্ধান শুরু করেছে সাইবার পুলিশ। চক্রের অনেক সদস্যদের অবৈধভাবে উপার্জিত সম্পদের খোঁজ পাওয়া গেছে। এ বিষয়ে অনুসন্ধান কার্যক্রম চলছে।

তিনি আরও বলেন, অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত হলে প্রশ্নফাঁসের মাধ্যমে অবৈধভাবে সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করা হবে। দুপুরে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসচক্রকে ধরতে গিয়ে মেডিকেল ও ডেন্টালে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি উঠে আসে। এতে স্বাস্থ্যশিক্ষা ব্যুরোর মেশিনম্যান আবদুস সালামের নাম রয়েছে।

গ্রেফতার স্বাস্থ্যশিক্ষা ব্যুরোর মেশিনম্যান আবদুস সালাম। ছবি: সংগৃহীত

আরও পড়ুন:  সিলেটের তিনটিসহ ২৫ পৌরসভায় নৌকার টিকিট যাদের হাতে (তালিকাসহ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১