
গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা:: সিলেটের গোয়াইনঘাটে ডিবি পুলিশের অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার পশ্চিম কালিনগর গ্রামের নাছির উদ্দিনের ছেলে হোসেন আলী (৩৮) ও গুজারকান্দি (পীরের বাজার) গ্রামের ফরিদ আলীর ছেলে রহুল আমীন।
সোমবার রাত সাড়ে ১০টায় জাফলং মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা উত্তর এর এসআই মিজানুর রহমান ও এসআই নিতাই লাল রায় এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ ও সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম জানান, সিলেটকে মাদক মুক্ত করতে জেলা পুলিশের প্রতিটি ইউনিট একযোগে কাজ করছে। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।