
সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট নগরীর আলোচিত টিলাগড় থেকে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
আটককৃতরা হলেন-ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার মাজিয়ালী গ্রামের মৃত নাসির শেখের ছেলে মো. আক্কাছ আলী (৫৬), একই এলাকার কয়রা কান্দা গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে মো. ফকরুল (৪৫)।
রবিবার (০৪ অক্টোবর) বিকেলে ঠিলাগড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭৩০ পিস ইয়বা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি আভিযানিক দল (মিডিয়া অফিসার) এএসপি ওবাইন এর নেতৃত্বে টিলাগড় এলাকায় অভিযান পরিচালনা করে রবিবার বিকেল ৫টার দিকে।