
প্রেসবার্তা:: সিলেটে ছাত্রদল নেতা সুহেল ইবনে রাজার বাড়িতে পুলিশী তল্লাশীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
রোববার (৪ অক্টোবর) বিকালে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার এক বিবৃতিতে বলেন, বর্তমান শাসকগোষ্ঠী রাষ্ট্রক্ষমতা আঁকড়ে ধরে রাখতে আইনশৃঙ্খলাবাহিনীকে ব্যবহার করে ছাত্রদল নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালাতে বেপরোয়া হয়ে উঠেছে। বাসা-বাড়িতে তল্লাশী চালিয়ে পরিবারের লোকজনের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে। সরকার দেশকে ক্রমান্বয়ে ভয়াবহ নৈরাজ্যের দিকে ধাবিত করছে, যা শুভ লক্ষণ নয়।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সকল ধরনের অন্যায় অপকর্ম থেকে সরকারকে সরে আসার জন্য আহ্বান জানান।
অপর এক বার্তায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন- সিলেট জেলা ছাত্রদলের আহ্বায়ক আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান ও জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন নাদিম ।