আজ রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, দুপুর ১২:০৬

জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কার্যনির্বাহীর বৈঠক সম্পন্ন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৪, ২০২০, ০৭:৪৪ অপরাহ্ণ
জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কার্যনির্বাহীর বৈঠক সম্পন্ন

জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কার্যনির্বাহীর বৈঠক সম্পন্ন

সিলেটের বার্তা ডেস্ক:: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈটক সম্পন্ন হয়েছে।

রাজধানী ঢাকার নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে রবিবার (০৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় এ আমেলা বৈঠক।

জানা যায়, দলের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর স্বাগত বক্তব্যের মাধ্যমে বৈঠকের শুরুতেই সদরে জমিয়ত শায়খুল হাদীস আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ী রহ., খলিফায়ে মাদানী আল্লামা শাহ আহমদ শফী রহ., শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি রহ., মাওলানা জুবায়ের আহমদ আনসারী রহ. ও মাওলানা আব্দুস শহীদ গুলমোকাপনী প্রমুখ শীর্ষ উলামাদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। এবং তাদের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

মুনাজাত পরিচালনা করেন দলের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়েখ জিয়া উদ্দীন (হাফিজাহুল্লাহ)।

সূত্র জানায়, শায়েখ জিয়া উদ্দীন এর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে বিগত আমেলার কার্যবিবরণী ও সিদ্ধান্ত বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন পেশ করেন দলের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, সাংগঠনিক পরিকল্পনা পেশ করেন দলের সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, অর্থ বিষয়ে দিক নির্দেশনা পেশ করেন অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, সদস্য সংগ্রহ সংক্রান্ত প্রতিবেদন পেশ করেন দফতর সম্পাদক মাওলানা আব্দুল গফফার ছয়ঘরি, হেদায়তি বক্তব্য রাখেন মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী, সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসূফী, আল্লামা উবায়দুল্লাহ ফারুক মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা আনোয়ারুল করিম, মাওলানা আব্দুল কুদ্দুস, এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, কর্মসূচী ও সিদ্ধান্ত বাস্তবায়নের আলোচনায় অংশ নেন যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা মোহাম্মদ উল্লাহ জামী, মুফতি মুনির হোছাইন কাসেমী, মজলিসে আমেলায়, সংগঠনকে শক্তিশালী করতে বাস্তবধর্মী বেশ কিছু প্রদক্ষেপ গ্রহণ করা হয়।

ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়। ভারপ্রাপ্ত সভাপতি অনুমোদনসহ কেন্দ্রীয় আমেলার শুণ্যপদে ৩ জন সহ-সভাপতি ও একজন সদস্য মনোনয়ন করা হয়।

আরও পড়ুন:  আনোয়ারুজ্জামান চৌধুরীর সর্মথনে মুক্তিযোদ্ধা যুব কমান্ডের মতবিনিময়

বৈঠকে আরও উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহকারী মহাসচিব মাওলানা মাসুদুল করীম, মাওলানা খলিলুর রহমান, মাওলানা খলিলুর রহমান বিক্রমপুরী,মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জ,মাওলানা সানাউল্লাহ মাহমুদী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজীপুরী, সাহিত্য সম্পাদক মাওলানা ফযজুল হাসান খাদিমানী,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আনোয়ার মাহমুদ,সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল জলিল ইউসুফী,সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুল উল্লাহ, মাওলানা আব্দুর রহমান ছিদ্দীকি,মাওলানা বশির আহমদ, মাওলানা নাছির উদ্দীন মুনির,মাওলানা আফজাল হোসেন রহমানী, মুফতি নাছির উদ্দিন খান, দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী, কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা জিয়াউল হক কাসেমী তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা শরফউদ্দীন ইয়াহিয়া ফাহাদ, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, দফতর সম্পাদক মাওলানা আব্দুল গফফার ছয়ঘরি, যুব বিষয়ক সম্পাদক মাওলানা তাফহিমুল হক, সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল জলীল ইউসূফী, ঢাকা মহানগর সহ সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস,কেন্দ্রীয় সদস্য হাজী শামসুদ্দিন বানীগ্রামী,মাওলানা মুখলিছুর রহমান, ছিদ্দিকুর রহমান চৌধুরী, মুফতি হাসান ফারুক,মাওলানা আব্দুল মালিক কাসেমী,মাওলানা ইমদাদুল্লাহ,মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, মাওলানা বশিরুল হাসান খাদিমানী, মাওলানা হাফেজ ফখরুজ্জামান,মাওলানা নুর আহমদ কাসেমী, মাওলানা শাব্বির আহমদ বিশ্বনাথী,মাওলানা নুর মোহাম্মদ, মাওলানা জয়নুল আবেদীন বাকাইলী,মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা শফীকুল ইসলাম,মাওলানা মনির আহমদ,মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা দেলওয়ার হোসাইন, মাওলানা এবাদুর রহমান, মাওলানা গোলাম মাওলা, মাওলানা আব্দুল আজিজ,মাওলানা ছিদ্দিকুল ইসলাম তোফায়েল, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা এখলাছুর রহমান রিয়াদ, যুব জমিয়ত বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল প্রমুখ।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০