আজ রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি, দুপুর ১২:৪৮

খেলোয়ারসহ ১০৫ জনের সবাই ‘করোনা নেগেটিভ’

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১, ২০২০, ০১:১৩ অপরাহ্ণ
খেলোয়ারসহ ১০৫ জনের সবাই ‘করোনা নেগেটিভ’

খেলাধুলা বার্তা:: জাতীয় দলের খেলোয়ারসহ ১০৫ জনের সবার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

এর আগে পরীক্ষায় পজেটিভ শনাক্ত হয়েছিল জাতীয় দলের পেসার আবু জায়েদ রাহীর। কিন্তু এবার সকলের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ক্রিকেটার, কোচ, সাপোর্টিং স্টাফ এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ৩২ স্টাফসহ ১০৫ জনের করোনা টেস্ট করানো হয়।

১০৫ জনের সবার রিপোর্টে ফল নেগেটিভ এসেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার এই সুখবর জানিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘আপনাদের সুসংবাদ দিচ্ছি যে, আমরা বাংলাদেশ ক্রিকেটের ১০৫ জনের করোনা টেস্ট করিয়েছিলাম। সবার নমুনার ফল নেগেটিভ এসেছে। অর্থাৎ এখন জাতীয় দলের ক্রিকেটার, কোচ, সাপোর্টিং স্টাফ ও হোটেল স্টাফদের সবাই করোনামুক্ত। সবাই নিশ্চিন্তে অনুশীলনে যোগ দিতে পারবে।’

যুব ক্রিকেটারদের ব্যাপারেও সুখবর রয়েছে বলে জানান এই বিসিবিপ্রধান চিকিৎসক।

তিনি বলেন, জাতীয় দলের সঙ্গে বিকেএসপিতে আবাসিক ক্যাম্পের আগে যুবদলের (অনূর্ধ্ব-১৯) ক্রিকেটার, কোচিং স্টাফ এবং সাপোর্টিং স্টাফের করোনা পরীক্ষা করানো হয়েছিল। তাদের বেলায়ও নেগেটিভ ফল এসেছে। অনুশীলন ক্যাম্পের কার্যক্রম শুরু করতে এখন আর কোনো বাধা রইল না।

এমন দুই সুখবরের পর আজ দুপুর আড়াইটা থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চলবে এই অনুশীলন পর্ব।

আরও পড়ুন:  সিলেটে আরও ৬৬ জনের করোনা শনাক্ত, আক্রান্ত ছাড়াল সাড়ে ৫ হাজার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১