আজ সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি, রাত ৮:৫৯

শাবির লেকে অবমুক্ত করা হল ৭০ কেজি মাছের পোনা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২০, ০২:৩৩ অপরাহ্ণ
শাবির লেকে অবমুক্ত করা হল ৭০ কেজি মাছের পোনা

সিলেট সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের এম. ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের সামনের লেকে প্রধান অতিথি হিসেবে এ পোনা মাছ অবমুক্ত করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

শিক্ষাঙ্গন বার্তা:: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেকে অবমুক্ত করা হয়েছে ৭০ কেজি মাছের পোনা।

বুধবার দুপুরে সিলেট সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের এম. ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের সামনের লেকে প্রধান অতিথি হিসেবে এ পোনা মাছ অবমুক্ত করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

পোনা অবমুক্তকরণ শেষে শাবি উপাচার্য বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় সুশাসনের রোলমডেল। যারা বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করেছে আমরা তাদেরকে শক্ত হাতে দমন করেছি। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত দিক থেকে অনেক পরিবর্তন দৃশ্যমান হয়েছে। আগামীতে ১২’শ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলে বিশ্ববিদ্যালয়ের চিত্রই পাল্টে যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও গবেষণা ইত্যাদির দিক দিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে এগিয়ে রয়েছে।’

উপাচার্য আরও বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি লেক রয়েছে। এতে আমরা ১ম বারের মতো একটিতে ৭০ কেজি মাছের পোনা অবমুক্ত করলাম। ধীরে ধীরে আগামীতে সবক’টিতে মাছের পোনা ছাড়া হবে। পুকুর পরিচর্যা, মাছের প্রজনন ও মাছের পরিচর্যায় মৎস অধিদপ্তরের সার্বিক সহযোগিতা কামনা করেন উপাচার্য।’ এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব ও সচিবের একান্ত সচিব এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আজিজুল ইসলাম শামীম কে ধন্যবাদ জানান উপাচার্য।

সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, শাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, সিলেট সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুন:  রেস্তোরাঁয় শাবি শিক্ষার্থীকে মারধর, আটক ৬

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১