
প্রেসবার্তা:: সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনারে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এশিয়া ছিন্নমূল মানবাধিকার।
বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলা।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলার সভাপতি আব্দুস ছোবহান সানী, সহ সভাপতি নিজামুদ্দিন, সাধারণ সম্পাদক তুহিনুর রহমান শাহজাহান,সহ সাধারণ সম্পাদক জাম্মান আহমদ রাসেল,সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমদ,প্রচার সম্পাদক মাসুম আহমদ,ওয়াহিদ উদ্দিন মাসুম তালুকদার, আলি আব্বাস, আলিম উদ্দিন,কাদির আল হাসান,সানওয়ার হোসাইন তাহমিদ, মানিক মিয়া প্রমুখ।
মানববন্ধনে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আব্দুস ছোবহান সানী বলেন,সিলেটের মাটিতে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সিলেটের মাটিতে এমন ঘটনা মেনে নেওয়া যায় না,পবিত্র মাটিকে যারা কলঙ্কীত করেছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। আপনার আমার মা বোন দের দায়িত্ব আপনার আমাকেই নিতে হবে,এ জন্য সবাইকে সচেতন থাকতে হবে।
সাধারণ সম্পাদক তুহিনুর রহমান শাহজাহান বলেন,সরকারের প্রতি জোর দাবি জানিয়ে আসামীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। সংসদে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি আইন পাস করা হোক।
সহ সাধারণ সম্পাদক জাম্মান আহমদ রাসেল বলেন, এমসি কলেজের ছাত্র হিসেবে এমন ঘটনা আমি মেনে নিতে পারিনা, সারা দেশে যখন সকল স্কুল-কলেজ বন্ধ সেখানে এমসি কলেজে কিভাবে ছাত্রাবাস খোলা থাকে,এর দায় কলেজে কর্তৃপক্ষ কোনভাবে এড়াতে পারেন না। কলেজ অধ্যক্ষের প্রতি বলেন,শুধুমাত্র দুজন নিরাপত্তা কর্মীকে বরখাস্ত করলে হবে না,অবিলম্বে অধ্যক্ষ এবং সুপারকে পদত্যাগ করতে হবে। তিনি সিলেট জেলা আইনজীবী সমিতিকে কোন ধর্ষকদের পক্ষে উকিল না থাকায় বিশেষ ভাবে ধন্যবাদ জানান।
মানববন্ধনে সিলেট বাসীকে এক হয়ে এই ঘাতকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে জোরালো আন্দোলন গড়ে তুলার আহবান জানান বক্তারা।