
সিলেটের বার্তা ডেস্ক:: মহামারী করোনা ভাইরাসে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৫১ জন।
একই সময়ে সুস্থ হয়েছেন মোট ৪৬ জন।
নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৩৩, সুনামগঞ্জের ৭, হবিগঞ্জের ১ ও মৌলভীবাজারের ১০ জন। এ নিয়ে এই অঞ্চলে করোনাক্রান্ত হলেন ১২৫৮৯ জন।
একই সময় সুস্থ্ হয়েছেন ৪৬ জন। এদের মধ্যে সিলেট জেলার ২৩, সুনামগঞ্জের ১৩, হবিগঞ্জের ১ ও মৌলভীবাজারের ৯ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের প্রতিদিনের বুলেটিনের মাধ্যমে জানা যায় , সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২৫৮৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৬৮২০, সুনামগঞ্জে ২৩৩০, হবিগঞ্জে ১৭৪০ ও মৌলভীবাজার জেলায় ১৬৯২ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ৭২ জন। এর মধ্যে সিলেটে ৫৫, সুনামগঞ্জে ৬, হবিগঞ্জে ৬ ও মৌলভীবাজারে ৫ জন।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত ৪৬ জনকে নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০৩১৪ জন। এর মধ্যে সিলেটে ৫৩৬৮ সুনামগঞ্জে ২০৭৭, হবিগঞ্জে ১২৯৮ ও মৌলভীবাজারে ১৫৭১ জন।
অন্যদিকে গত ২৪ ঘন্টায় কেউ মারা যাননি করোনাভাইরাসে। তাই সিলেটে আগের দিনের মতো মোট মৃতের সংখ্যা ২১৬ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫৫, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারে ২১ জন।