
নিজামুল হক লিটন:: সিলেটের আদালতে এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের সাথে জড়িত ‘ধর্ষকদের’ পক্ষে দাঁড়ান নি কোনো আইনজীবী।
সিলেটের সকল আইনজীবীরা তাদের বিপক্ষে ছিলেন।
আজ সোমাবার (২৮ সেপ্টেম্বর) এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে গৃহবধূ ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান ও অর্জুন লস্করের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট ২য় আদালতের বিচারক সাইফুর রহমান তাদের এই রিমান্ড মঞ্জুর করেন।
অপ্রীতিকর ঘটনা এড়াতে সোমবার সকাল ১১টা থেকে আদালত এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশি পাহারার প্রিজন ভ্যানে করে সকাল ১১টা ৪০ মিনিটে সাইফুর রহমান ও অর্জুনকে আদালতে নিয়ে আসা হয়।
ওইদিন আদালতে গ্রেফতারকৃত সাইফুর রহমান, অর্জুন লস্করকে হাজির করে ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা শাহপরাণ থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য ৭দিনের রিমান্ড আবেদন করেন। শুনানী শেষে আদালতের বিচারক ৫দিনের রিমান্ড মঞ্জুর করে।
সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী জানান, ধর্ষণ মামলায় সাইফুর ও অর্জুন লস্করের ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে ঘটনার পর পরই সিলেটের আইনশৃঙ্খলা বাহিনীল উর্ধ্বতন কর্মকর্তাদের মুঠোফোনে গ্রেফতারের নির্দেশ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এছাড়া সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারাও তাদের শাস্তির দাবি করেন।
অপরদিকে সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলেন, অপরাধীরা যে দলেরই হোক কোনো ছাড় দেয়া হবেনা।