আজ রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি, দুপুর ১২:০২

এমসি ছাত্রাবাসে গণধর্ষণকারী হায়েনাদের বিরুদ্ধে মামলা, ধরা পড়েনি কেউই

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২০, ১২:৪৪ অপরাহ্ণ
এমসি ছাত্রাবাসে গণধর্ষণকারী হায়েনাদের বিরুদ্ধে মামলা, ধরা পড়েনি কেউই

সিলেটের বার্তা প্রতিবেদক:: সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণকারী হায়েনাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে কোন আসামীকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এদিকে এই ঘটনায় আজ শনিবার এমসি কলেজের সামনে বিক্ষোব্ধ ছাত্রজনতা মানবন্ধন করেছে।

অপরদিকে শনিবার বিকেলে সিলেটে অনেক ছাত্র সংগঠন কর্মসূচি ডেকেছে।

শনিবার সকালে ৯ জনকে আসামী করে শাহপরাণ থানায় ধর্ষিতার স্বামী বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩ জনকে আসামী করা হয়েছে।

এজহারনামীয় আসামীরা হলেন, এম. সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেক আহমদ, অর্জুন লঙ্কর, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান। এদের সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। আসামীদের মধ্যে তারেক ও রবিউল বহিরাগত, বাকিরা এমসি কলেজের ছাত্র।

শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার শিববাড়ির এক তরুণী স্বামীকে সাথে নিয়ে এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসে। এসময় ছাত্রলীগকর্মী এম. সাইফুর রহমান ও শাহ মাহবুবুর রহমান রনির নেতৃত্বে স্বামী ও স্ত্রীকে পার্শ্ববর্তী কলেজ ছাত্রাবাসে তুলে নিয়ে যায় আসামীরা। পরে সেখানে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন করে তারা।

এসময় ছাত্রলীগকর্মীরা ওই তরুণীর স্বামীর প্রাইভেট কারও ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ এসে স্বামী-স্ত্রী ও তাদের প্রাইভেট কার উদ্ধার করে। পরে ধর্ষনের শিকার তরুণীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

ধর্ষনের ঘটনার পর রাতভর অভিযান চালালেও কোন অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন:  হাসপাতালের খাবার খেয়েছেন কামরান, অবস্থা ‘উন্নতির দিকে’

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১