
সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জের ভেটুখালে পাওয়া গেছে চান মিয়া নামক এক ব্যক্তির লাশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার উপজেলার আমুড়া ইউপির সুন্দিশাইল ভেটুখাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত চান মিয়া আমুড়া ইউপির শিকপুর শীলঘাট গ্রামের মৃত তছলিম আলীর ছেলে।
জানা যায়, শুক্রবার সকালে জাল দিয়ে মাছ ধরতে বাড়ি থেকে বের হন তিনি। দীর্ঘ সময় পর বাড়ি না ফেরায় খুঁজতে বের হলে ভেটুখালে তার লাশ পাওয়া যায়। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ।