আজ সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ৮:৩৮

কক্সবাজারের মর্জিনাকে সিলেটে বদলি

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২০, ০৭:৪২ অপরাহ্ণ
কক্সবাজারের মর্জিনাকে সিলেটে বদলি

ওসি মর্জিনা আক্তার। ছবি: সংগৃহীত

সারাদেশ বার্তা:: দেশের সবচেয়ে আলোচিত কক্সবাজারের উখিয়া থানার ওসি মর্জিনাকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে।

একইসঙ্গে কক্সবাজারের ৬টি থানার ওসিসহ ৩৪জন পুলিশ কর্মকর্তাদের বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে বদলির এ খবর নিশ্চিত হওয়া গেছে। এর আগে দুই দফায় পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনসহ আট শীর্ষ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান।

এ ঘটনায় জেলা পুলিশের কর্মকাণ্ড ও ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া হয়। এরপর কক্সবাজার জেলা পুলিশকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয় সদর দপ্তর। বর্তমানে জেলা পুলিশে কর্মরত আছেন বিভিন্ন পদমর্যাদার প্রায় এক হাজার ৭০০ সদস্য।

বৃহস্পতিবারের (২৪ সেপ্টেম্বর) প্রজ্ঞাপনে বদলির আদেশকৃত কর্মকর্তারা হলেন- উখিয়া থানার ওসি মর্জিনা আকতার মর্জুকে সিলেট রেঞ্জে, মহেশখালী থানার ওসি মোহাম্মদ দিদারুল ফেরদৌসকে বরিশাল রেঞ্জে, ওসি (তদন্ত) মোহাম্মদ নুরুল ইসলাম মজুমদারকে বরিশাল রেঞ্জে, চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমানকে খুলনা রেঞ্জে, রামু থানার ওসি মো. আবুল খায়েরকে রাজশাহী রেঞ্জে, পেকুয়া থানার ওসি মোহাম্মদ কামরুল আজমকে রংপুর রেঞ্জে, টেকনাফ থানার ওসি (তদন্ত) এ বি এম এস দোহাকে খুলনা রেঞ্জে, ডিএসবির ওসি (ডিআই১) মো. আলী আরশাদকে বরিশাল রেঞ্জে, কুতুবদিয়া থানার ওসি এ কে এম সফিকুল আলম চৌধুরীকে খুলনা রেঞ্জে, সদর থানার ওসির দায়িত্বে থাকা মো. মাসুম খানকে খুলনা রেঞ্জে বদলি করা হয়।

অন্যদের মধ্যে পরিদর্শক রোমেল বড়ুয়া সিআইডি ঢাকায়, মিজানুর রহমান সিআইডি ঢাকায়, মো. মঈন উদ্দিন বরিশাল রেঞ্জে, খোরশেদ আলম সিলেট রেঞ্জে, মো. একরামুল হক বরিশাল রেঞ্জে, মোহাম্মদ আমিরুল ইসলাম রংপুর রেঞ্জে, মানস বড়ুয়া ময়মনসিংহ রেঞ্জে, এস এম মিজানুর রহমান এসএমপি সিলেটে, এসএম আতিক উল্লাহ ঢাকা রেঞ্জে, মো. আবুল মনসুর বরিশাল রেঞ্জে, মোহাম্মদ ইয়াছিন এসএমপি সিলেট, মো. আনোয়ার হোসেন বরিশাল রেঞ্জে, মোহাম্মদ আরিফ ইকবাল রাজশাহী রেঞ্জে, মোহাম্মদ আসাদুজ্জামান রাজশাহী রেঞ্জে ও শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ সিলেট রেঞ্জে বদলির আদেশ পেয়েছেন।

আরও পড়ুন:  আসছে রমজান: সিলেটে শুরু হলো টিসিবি পণ্য বিক্রি

এছাড়া আমিনুল ইসলামকে এসএমপি সিলেটে, প্রদীপ কুমার দাসকে (কোর্ট ইন্সপেক্টর) এসএমপি সিলেটে, মো. আনিছুর রহমানকে বরিশাল রেঞ্জে, মো. ফজলুল আলমকে বরিশাল রেঞ্জে, রূপল চন্দ্র দাসকে (বিপিএ, সারদায় সংযুক্ত) বরিশাল রেঞ্জে, মো. বদরুল আলম তালুকদারকে সিলেট রেঞ্জে, মো. হাবিবুর রহমানকে খুলনা রেঞ্জে ও টেকনাফ থানার রফিকুল ইসলাম খানকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে।

উখিয়া থানার প্রথম নারী ওসি মর্জিনা আক্তারের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বিভিন্ন অভিযোগ উঠেছে। এক কলেজ ছাত্রী তার বিরুদ্ধে নারী নির্যাতন মামলাও করেছেন। এছাড়া ওসি প্রদীপের সঙ্গে মিলে এক ব্যক্তিকে ধরে এনে তার বাসার টাকা-পয়সা লুটপাটের অভিযোগ উঠেছে মর্জিনার বিরুদ্ধে।

গত সপ্তাহে সদর দপ্তরের নির্দেশনায় পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনকে রাজশাহী জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তিনি রাজশাহীর উদ্দেশে কক্সবাজার ছাড়েন। আগের দিন বুধবার নতুন এসপি হিসেবে যোগ দেন ঝিনাইদহের এসপি মো. হাসানুজ্জামান।

গত ২১ সেপ্টেম্বর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলি করা হয় অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকে।

এরমধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইনকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলামকে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, কক্সবাজার সদরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান আহমেদকে গাজীপুর জিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার, মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার রতন কুমার দাশ গুপ্তকে চট্টগ্রাম নবম এপিবিএনের সহকারী পুলিশ সুপার, ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিককে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সহকারী পুলিশ সুপার, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী মো. মতিউল ইসলামকে নোয়াখালীর সহকারী পুলিশ সুপার ও ডিএসবির সহকারী পুলিশ সুপার মো. শহিদুল ইসলামকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়।

আরও পড়ুন:  আমির উদ্দিনের ইন্তেকাল, মহানগর আ.লীগের শোক

বর্তমানে সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশসহ সাত পুলিশ কর্মকর্তা কারাগারে রয়েছেন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১