
প্রেসবার্তা:: বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া, অসহায় শিশুদের মাঝে পোশাক বিতরণসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে সিলেট মহানগর আওয়ামী লীগ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা মহোদয়ের ৭৪ তম শুভ জন্মদিন উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আগামী ২৮ সেপ্টেম্বর, সোমবার বাদ আসর হযরত শাহজালাল (রঃ) দরগাহ মসজিদের নিচতলায় মিলাদ মহফিল এবং শিরনী বিতরণ, তাছাড়া খতমে কোরআন ও অসহায় দুস্থ শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হবে। এতে সংশ্লিষ্টদের উপস্থিতি কামনা কামনা করা হয়েছে।