আজ রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি, দুপুর ১২:৪৮

মাধবপুরে পুকুরে ডুবে লাশ হল দুই শিশু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২০, ০৯:৪৪ অপরাহ্ণ
মাধবপুরে পুকুরে ডুবে লাশ হল দুই শিশু

লিটন পাঠান, হবিগঞ্জ থেকে:: হবিগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের দুই শিশুর।

নিহতরা হলো-আবরার ও তানিসা।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দ্রপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

এলাবাসী সুত্রে জানাযায়,ওই গ্রামের ফয়সল আহম্মেদ লিপনের ছেলে আবরার(৩)বাড়ির সকলের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে মারা যায়।

পরে পুকুরে লাশ দেখে সকাল ১০টা দিকে উদ্বার করা হয় এর কয়েক ঘন্টা পর একই গ্রামের।

জহিরুল ইসলাম মিন্টুর মেয়ে তানিসা (৩)পানি ডুবে মারা যায়। তানিসা বাড়ির সকলের অগোচরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা যায়। পরে পুকুরে লাশ ভেসে উঠলে উদ্বার করা হয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চত করেছে, একই দিনে গ্রামের দুই শিশু মৃত্যুর ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন:  হবিগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১