আজ মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি, রাত ২:২৬

করোনা কেড়ে নিল সশস্ত্র বাহিনীর ১৫৮ সদস্যের প্রাণ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২০, ১২:৪৪ অপরাহ্ণ
করোনা কেড়ে নিল সশস্ত্র বাহিনীর ১৫৮ সদস্যের প্রাণ

সিলেটের বার্তা ডেস্ক:: দেশে মরণব্যধি করোনা ভাইরাস কেড়ে নিয়েছে সশস্ত্র বাহিনীর ১৫৮ সদস্যের প্রাণ।

করোনার সংক্রমণের পর থেকে সশস্ত্র বাহিনীর ১৫ কর্মকর্তা, ১২৮ জন অবসরপ্রাপ্ত সামরিক সদস্য এবং ১৫ জন অসামরিক সদস্যসহ মোট ১৫৮ জন এ পর্যন্ত মারা গেছেন বলে সংশ্লিষ্ট দফতর জানিয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।

আইএসপিআরের তথ্যমতে, সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের মোট ১১ হাজার ৯৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি এবং কর্মস্থলে ফিরেছেন ১১ হাজার ১৯৪ জন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর থেকে আরও জানানো হয়, করোনায় আক্রান্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও পরিবারের সদস্যদের মধ্যে বর্তমানে ৬২৬ জন সদস্য বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।

এছাড়া ১২ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের ৬৪৭ জন সদস্য করোনায় আক্রান্ত হন। এ সময়ে একজন কর্মরত সেনা সদস্য, দুইজন কর্মরত অসামরিক সদস্য এবং ৬৫ বয়সের ওপরে সাতজন অবসরপ্রাপ্ত সদস্যসহ মোট ১০ জন করোনায় আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন:  এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা, প্রকাশ হলো রুটিন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১