
সীমান্ত বার্তা:: সিলটের জৈন্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে ৫৪টি গরু-মহিষ আটক করে নিলামে বিক্রি করেছে বিবিজি।
নিলামে বিক্রয় হওয়া পশুর মধ্যে ভারতীয় ৪৭টি গরু ও ৯টি মহিষ রয়েছে। যার দাম প্রায় ১০ লাখ টাকা।
শনিবার ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার টিপরাখলা, গৌরিশংকর ও গোয়াবাড়ী এলাকায় ১৯বিজিবি জৈন্তাপুর ক্যাম্পের ক্যাম্প কামান্ডার সুবেদার রফিকুল ইসলাম\’র নেতৃত্বে পৃথক অভিযান করে অবৈধ পথে আসা ভারতীয় ছোট-বড় ৪৭টি গরু ও ৯টি মহিষ আটক করে জৈন্তাপুর ক্যাম্পে নিয়ে আসে।
পরে তামাবিল কাষ্টম কর্মকর্তার উপস্থিতিতে জৈন্তাপুর ক্যাম্পে অপেন নিলামের মাধ্যমে ৪৭টি গরু ও ৯টি মহিষ গড়ে প্রতিটি ১৮ হাজার হারে মোট ৯লক্ষ্য ৭২ হাজার টাকায় বিক্রি করা হয়।
এ ব্যাপারে ১৯ বিজিবি\’র অধিনায়ক লেঃ কর্ণেল মো. রফিকুল ইসলাম পিএসসি গরু-মহিষ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে আমার কাছে একটি সংবাদ আসে বেশকয়েকজন চোরাকারবারি অবৈধ পথে ভারত থেকে গরু মহিষ বাংলাদেশে নিয়ে আসছে। পরে জৈন্তাপুর বিজিবি ক্যাম্প কামান্ডারকে অবহিত করি এবং বিজিবি সদস্যরা পৃথক অভিযান করে ৪৭টি গরু ও ৯টি মহিষ আটক করতে সক্ষম হয়। চোরাকারবারীরা অনেক সময় বিজিবি সদস্যদেরকে বাজার থেকে ভূয়া কাগজ তৈরী করে প্রতারণা করার চেষ্টা করে, তবে আমাদের জোয়ানরা সীমান্তে নিয়মিত টহল দিচ্ছে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে।