
সিলেটের বার্তা ডেস্ক:: গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে মহামারী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৪২ জন।
একইদিনে বিভাগটিতে ৪৯ জনের শরীরে ধরা পড়েছে মরণব্যধি এই ভাইরাস।
নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২৯, সুনামগঞ্জের ৬, হবিগঞ্জের ৮ ও মৌলভীবাজারের ৬ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২২৬৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৬৬০০, সুনামগঞ্জে ২২৯২, হবিগঞ্জে ১৭০৮ ও মৌলভীবাজার জেলায় ১৬৬৩ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ১০৯ জন। এর মধ্যে সিলেটে ৭০, সুনামগঞ্জে ৯, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারে ১৫ জন।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪২ জন। এর মধ্যে সিলেটে ৪১ ও সুনামগঞ্জে ১ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯৭৭৯ জন। এর মধ্যে সিলেটে ৫০৭২, সুনামগঞ্জে ১৯৭৭, হবিগঞ্জে ১২৫২ ও মৌলভীবাজারে ১৪৭৮ জন।
অপরদিকে, সিলেট বিভাগে গতকাল করোনাভাইরাসে কেউ মারা যাননি। তাই এ বিভাগে মোট মৃতের সংখ্যা আগের দিনের মতো ২১১ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫৩, সুনামগঞ্জে ২২, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারে ২১ জন।