
সিলেটে বার্তা ডেস্ক:: হেফাজতে ইসলামের আমীর দেশের প্রখ্যাত ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানচট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক, বাংলাদেশ কওমি মাদ্রাসা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাক’র সভাপতি আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধ মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
শনিবার এক শোকবার্তায় তারা বলেন, দেশে কওমি মাদ্রাসা শিক্ষার বিস্তার তথা ইসলামি শিক্ষার প্রচার ও প্রসারে আমৃত্যু কাজ করে গেছেন আল্লামা শাহ আহমদ শফী। বাংলাদেশে দেওবন্দের অনুসারী আলেমদেরদের মধ্যে জৈষ্ঠতম এই ইসলামি চিন্তাবিদ কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।
শোক বার্তায় মাসুক উদ্দিন ও অধ্যাপক জাকির হোসেন বলেন, শতবর্ষি আল্লামা শাহ আহমদ শফী’র মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। এই বর্ষিয়ান আল্লামার রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।