আজ সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

নগরীতে ব্যবসায়ী কে হুমকি, থানায় জিডি

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২০, ০৭:২৫ অপরাহ্ণ
নগরীতে ব্যবসায়ী কে হুমকি, থানায় জিডি

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট নগরীতে মিজান আহমদ নামের এক টেলিক ব্যবসায়ীকে মুঠোফোনে প্রাণনাশের হুমকী প্রদান করা হয়েছে।

মিজান আহমদ নগরীর মাছিমপুর এলাকায় টেলিকম ব্যবসা পরিচালনা করে আসছেন।

এ ঘটনায় পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগছেন ব্যবসায়ী মিজান।

তিনি বুধবার (১৬ সেপ্টেম্বর) এসএমপির কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী (নং- ১৩২৭) করেছেন।

মিজান মাছিমপুর এলাকার দোয়েল-১৫ এর মৃত বাবুল মিয়ার ছেলে।

সাধারণ ডায়েরীতে তিনি উলে­খ করেন, তারই পাশে দোয়েল-১৪ এর বাসিন্দা জালাল উদ্দিনের পুত্র নজরুল ইসলাম বর্তমানে মেন্দিবাগ গার্ডেন টাওয়ার ৭ম তলা ৭৫/৩২নং ফ্লোরে বসবাস করছেন। দীর্ঘদিন থেকে মিজান মাছিমপুরে টেলিকমের ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি নজরুল ইসলাম আর্থিক ফায়দা হাসিলের লক্ষ্যে তাকে নানা ভাবে বিরক্ত করে আসছে। মিজানের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রমূলক কর্মকান্ড চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মিজানকে ফোন দিয়ে নানা ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। তাকে চাঁদা না দিলে প্রাণ নাশের হুমকিও দিয়ে যায়। এ ঘটনায় মিজান বিচারপ্রার্থী হয়ে কোতোয়ালী থানা সাধারণ ডায়েরী করেছেন।

সিলেটের বার্তা ডেস্ক

আরও পড়ুন:  সিলেটের এক থানায় প্রায় ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার, ২২ মামলা