আজ সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ৮:৪০

গ্রিসে হবিগঞ্জের দুই প্রবাসীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২০, ০১:০২ অপরাহ্ণ
গ্রিসে হবিগঞ্জের দুই প্রবাসীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লিটন পাঠান হবিগঞ্জ থেকে:: গ্রিসে হবিগঞ্জের দুই প্রবাসীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ।

নিহতরা হলেন-হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কামড়াখাই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল মমিন এবং একই গ্রামের নুর হোসেনের ছেলে মোহাম্মদ শাহীন।

দেশটির আসপোপিরগো নামক স্থান থেকে এ দুইজনের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, কে বা কারা তাদের হত্যা করে পরিত্যক্ত দুটি কনটেইনারের পৃথক পৃথক রুমে রেখে যায়। তাদের একজন মাথায় ও আরেকজন গলায় গুলিবিদ্ধ ছিলেন।

গ্রিসের প্রচলিত আইনে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি হাজী আব্দুল কুদ্দুস, গ্রিস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতুব্বর জোর দাবি জানিয়েছেন।

ইতোমধ্যে গ্রিক পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস।

জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ দেশে পাঠানো হবে।

আরও পড়ুন:  মাধবপুরে গাঁজার চালানসহ ৪ নারী পুরুষ আটক

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১