

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের ওসমানীনগরের সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামি ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) থেকে এমন নির্দেশনা জারি করা হয়।
ওসমানীনগর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু লায়েস দুলাল বিষয়টি নিশ্চিত করে বলেন, সাদিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর।
প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ তারিখ ২৬ সেপ্টেম্বর। ভোট গ্রহন ২০ অক্টোবর। উল্লেখ্য, চলতি বছরের ১৩ জুলাই সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুর রব মারা যান।
তাই এই ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষনা দেন নির্বাচন কমিশন। এদিকে, উপনির্বাচনের তারিখ ঘোষনার সাথে সাথে সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারনায় মাঠে নেমেছেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের চেয়ারম্যান প্রার্থীরা দলীয় মনোয়ন পেেেত তৎপর হয়ে উঠেছেন