ড. শহীদ সামসুদ্দীন হাসপাতাল। ছবি: সংগৃহীত

সিলেটের বার্তা প্রতিবেদক:: মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে একদিনে প্রাণ হারিয়েছেন ৪ জন।
গত দিন পর্যন্ত বিভাগটিতে কিছু স্বস্তি বিরাজ করলেও একদিনে চারজনের প্রাণহানীতে মানুষের মাঝে ফের আতঙ্ক কাজ করছে।
তাছাড়া ইতোমধ্যে সিলেটে জ্বরের প্রকোপও দেখা যাচ্ছে।
এদিকে, সিলেটে গতকাল করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৪৬ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৮ ও সুনামগঞ্জের ৮ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২০২৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৬৪৭১, সুনামগঞ্জে ২২৫৯, হবিগঞ্জে ১৬৭০ ও মৌলভীবাজার জেলায় ১৬২৪ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ১৩০ জন। এর মধ্যে সিলেটে ৯০, সুনামগঞ্জে ৯, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারে ১৬ জন।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৭৯ জন। এর মধ্যে সিলেটে ৮২, সুনামগঞ্জে ১৪, হবিগঞ্জে ৩২ ও মৌলভীবাজারে ৫১ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯৩৪৯ জন। এর মধ্যে সিলেটে ৪৮৩০ সুনামগঞ্জে ১৯২৮, হবিগঞ্জে ১২১১ ও মৌলভীবাজারে ১৩৮০ জন।
অপরদিকে, সিলেট বিভাগে গতকাল একদিনে চারজন মারা গেছে করোনাভাইরাসে। এ নিয়ে সিলেটে মোট মৃতের সংখ্যা ২০৭ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫০, সুনামগঞ্জে ২২, হবিগঞ্জে ১৪ ও মৌলভীবাজারে ২১ জন।