আজ সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ৮:৫০

‘সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা করছে ’

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২০, ০৯:১৫ অপরাহ্ণ
‘সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা করছে ’

ফাইল ছবি

সিলেটের বার্তা ডেস্ক:: দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল-কলেজ) খুলে দেওয়ার কথা চিন্তা করছে সরকার।

এমনটি জানিয়ে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, স্কুল-কলেজ খুলা ও পরীক্ষা নেওয়ার বিষয়ের সিদ্ধান্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপর ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এক প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনুষ্ঠিত হয়।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘স্কুল-কলেজ খোলা ও পরীক্ষা নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। কারণ, এখন আর সেন্ট্রালি অত বড় বিধি-নিষেধ দেওয়ার মতো অবস্থা নেই। সেজন্য গত ১০ থেকে ১২ দিন আগে জার্মানিতে কথা বললাম, তারা সব খুলে দিচ্ছে। যদিও ধরা পড়ছে। কিন্তু কী করবে, কতদিন আর বন্ধ রাখা যাবে? এজন্য আমরা এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর বিষয়টি ছেড়ে দিয়েছি। মন্ত্রণালয় দ্রুত সিদ্ধান্ত নেবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলাদা চিন্তা (শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে) করছে, কীভাবে করা যায়। তারা এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে।’

আরও পড়ুন:  আত্মসমর্পণ করলেন স্বাস্থ্যের সাবেক ডিজি

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১