আজ শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি, ভোর ৫:৪০

স্ত্রী, বাড়িওয়ালাসহ তিন খুন: ঘাতক আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২০, ০১:১২ অপরাহ্ণ
স্ত্রী, বাড়িওয়ালাসহ তিন খুন: ঘাতক আটক

সিলেটের বার্তা ডেস্ক:: নরসিংদীতে স্ত্রী, বাড়িওয়ালা দম্পত্তিকে খুনের ঘটনা ঘটেছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভােরে জেলার শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কুমরাদী গ্রামে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় বাদল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন, বাদলের স্ত্রী নাজমা (৪৫), বাড়িওয়ালা তাজুল ইসলাম (৫২) ও তার স্ত্রী মানোয়ারা (৪২)।

স্থানীয় সূত্রে জানা যায়, বাদল স্ত্রীসহ তাজুলের বাড়িতে ভাড়া থাকতেন, তিনি পেশায় কাঠ মিস্ত্রি। বাদলের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ইছাখালী গ্রামে। পারিবারিক কলহের জের ধরে এ খুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ক্রাইম সিনের সদস্যরা কাজ করছেন। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:  শাহজালাল (রহ.) মাজারে আশুরা পালিত: করোনা থেকে মুক্তি কামনা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১