আজ সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমা থেকে পেশাধার মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২০, ০১:০০ অপরাহ্ণ
দক্ষিণ সুরমা থেকে পেশাধার মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ঝালোপাড়া এলাকা থেকে তোহা আহমদ সোহাগ নামে একজন পেশাধার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত তোহা ওই এলাকার বি-ব্লকের ৩৩নং বাসার মৃত ফয়েজ আহমদ আফাজ মিয়ার ছেলে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত দায়িত্ব মিডিয়া) জ্যোর্তিময় সরকার।

এদিকে আজ দুপুরে দক্ষিণ সুরমা থানা পুলিশ তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

পুলিশ জানায়, এরআগে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে ঝালোপাড়া চাঁদনীঘাট স্বপ্ননীড়-৩৩নং বাসায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই রফিকুল ইসলাম, এসআই মাহাবুর আলম মন্ডল, এএসআই ভূলন চন্দ্র দেব, কনস্টেবল রনি তালুকদার, কনস্টেবল হুমায়ুন কবির, কনস্টেবল রিপন দেব, কনস্টেবল নিতেন্দ্র পাল এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সোহাগ পেশাগত মাদক ব্যবসায়ি। নগরীর বিভিন্ন এলাকা হতে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকাসহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা বিক্রি করে থাকে। তার বিরুদ্ধে দক্ষিণ সুরমায় মাদকের মামলা ও মোগলাবাজার থানায় বিস্ফোরক মামলা রয়েছে।

সিলেটের বার্তা ডেস্ক

আরও পড়ুন:  সিলেট রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার