আজ রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, দুপুর ১:১৩

সিলেটের দুই ল্যাবে আরও ৪১ জনের করোনা শনাক্ত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২০, ০১:৫০ পূর্বাহ্ণ
সিলেটের দুই ল্যাবে আরও ৪১ জনের করোনা শনাক্ত

সিলেটের বার্তা ডেস্ক:: শনিবার (১২সেপ্টেম্বর) সিলেটের দুই ল্যাবে নতুন করে আরও ৪১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে৷

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ২৬ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৫ জনের  করোনা শনাক্ত হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, শনিবার ওসমানীর ল্যাবে ২৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেটের ২৩ জন, হবিগঞ্জের দুজন এবং মৌলভীবাজারের একজন রয়েছেন।

অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, শনিবার শাবির ল্যাবে ৭১ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ৯ জন এবং সিলেট জেলার ৬ জন রয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮৯০ জন। এরমধ্যে সিলেট জেলায় ৬ হাজার ৩৮২ জন, সুনাগঞ্জে ২ হাজার ২২৩ জন, হবিগঞ্জে ১ হাজার ৬৬০ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৬২৫ জন।

আরও পড়ুন:  হত্যা মামলায় সালমান-আনিসুল ১০ দিনের রিমান্ডে

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০