আজ সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি, রাত ৮:০৬

জামিয়া আঙ্গুরার ২৭তম ব্যাচের সাক্ষাত সন্ধ্যা সম্পন্ন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২০, ০১:২৩ পূর্বাহ্ণ
জামিয়া আঙ্গুরার ২৭তম ব্যাচের সাক্ষাত সন্ধ্যা সম্পন্ন

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট বিভাগের অন্যতম ইসলামি বিদ্যাপিঠ জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর, বিয়ানীবাজার থেকে ২০১০/১১ শিক্ষাবর্ষে তাকমিল ফিল হাদিস সম্পন্নকারী (২৭তম ব্যাচের) সাক্ষাত সন্ধ্যা সম্পন্ন হয়েছে।

 

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা সিলেট শহরতলীর মিরাপাড়াস্থ হযরত শাহ ক্বরার রাহ. মাদরাসা মিলনায়তনে হাফিয মাওলানা হাসান মুহাম্মদ কামরুজ্জামান এর সভাপতিত্বে ও মাওলানা নুরুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন-মাওলানা লুকমান হাকিম, মাওলানা আতিকুর রহমান নগরী।

মাওলানা জাকির হোসাইনের তেলাওয়াতের মাধ্যমে সূচিত সাক্ষাত সন্ধ্যায় ৭১ জন সহপাঠীদের ৩৬ জন উপস্থিত ছিলেন৷

পরস্পর মুসাফাহা-মুয়ানাকার পর তারা সবাই খোশগল্পে হারিয়ে যান প্রিয় ক্যাম্পাসের স্মৃতির আয়নায়। প্রাণবন্ত আড্ডায় জমে উঠে সাক্ষাত সন্ধ্যা।

সভায় দেশের পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি বত্রিশী কাফেলার সবাই যাতে পরস্পরের সাথে টেকসই সম্পর্ক আমৃত্যু থাকে সে জন্য নেয়া হয় নানা সিদ্ধান্ত।


সাক্ষাত সন্ধ্যায় উপস্থিত ছিলেন-মাওলানা তায়েফ আহমদ, মাওলানা এম. মাশহুদুল আম্বিয়া মহসিন, মাওলানা নুর আলী রায়হান, মাওলানা হাসান আল-হেলাল, মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা জিয়া উদ্দিন বাহাদুরপুরি, মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা রশীদ আহমদ, মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা জিয়া উদ্দিন, মাওলানা বিলাল আহমদ, মাওলানা কাওছার আহমদ, মাওলানা ইমাম উদ্দিন, মাওলানা ইসহাক আহমদ, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা আব্দুল জলীল, মাওলানা তালেব উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ আল মানার, মাওলানা শফিকুল হক্ব, মাওলানা মাছুম আহমদ, মাওলানা ইয়াহইয়া, মাওলানা আতাউর রহমান, মাওলানা তারেক হোসাইন, মাওলানা বিলাল আহমদ ইয়াহইয়া।
মাওলানা আব্দুস সালাম।
সভায় সর্বসম্মতিক্রমে বত্রিশী কাফেলার সকলের অসুবিধায় পাশে থাকার প্রত্যয় নিয়ে ৭ সদস্যের শুরা কমিটির মাধ্যমে গঠন করা হয় ‘আল-খায়ের বত্রিশী কাফেলা’।

শুরা সদস্যরা হলেন-হাফিয মাওলানা হাসান মুহাম্মদ কামরুজ্জামান, মাওলানা লুকমান হাকিম, মাওলানা নুরুল ইসলাম জুয়েল, মাওলানা হাসান আল হেলাল, মাওলানা আতিকুর রহমান নগরী, মাওলানা নূর আলী রায়হান, মাওলানা আব্দুল জলিল।

আরও পড়ুন:  আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১