
জামালগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল ও শিক্ষাবিদদের ভূমিকা’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সকালে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব’র সভাপতিত্বে মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন, জামালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বিন বারী, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা য়ফজলে রাব্বি জাহান,উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আলী, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, সাংবাদিক ফোরাম সভাপতি ওয়ালীউল্লাহ্ সরকার, প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ,সেকেন্ড চান্স এডুকেশনের জেলা ম্যানাজার বাবর আলী মোল্লা।
উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসেন,পিআইও মোঃ এরশাদ হোসেন, একাডেমিক সুপারভাইজার আব্দুল মুকিত, উপজেলা সহকারী প্রকৌশলী আনিছুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী রামকুমার সাহা, সমবায় কর্মকর্তা আবু তাহের, বিআরডিবি কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমূখ।
সভাপতির বক্তব্যে বিশ্বজিৎ দেব বলেন, সরকার দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের পাশাপাশি সাক্ষরতা ও দক্ষতা অর্জনে কাজ করে যাচ্ছে।নিরক্ষরতা দূরীকরণসহ দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের সমগ্র জনগোষ্ঠীকে কর্মক্ষম মানবসম্পদে পরিণত করতে সরকার বদ্বপরিকর।
উল্লেখ্য,ইউনেসকোর উদ্যোগে ১৯৬৬ সালে ৮ সেপ্টেম্বর প্রথমবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়।