আজ শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ৬:৩৭

বানিয়াচংয়ে ছাদ থেকে পড়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২০, ১০:২১ অপরাহ্ণ
বানিয়াচংয়ে ছাদ থেকে পড়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

নিহত আতহার উদ্দিন নাকিব।

লিটন পাঠান, হবিগঞ্জ থেকে:: ছাদ থেকে পড়ে আতহার উদ্দিন নাকিব (৯) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঘটনাটি হবিগঞ্জ জেলার বানিয়াচংয় উপজেলার দারুল কোরআন মাদরাসায় ঘটেছে।

নিহত নাকিব উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের মজলিশপুর গ্রামের খন্দকার নাজিম উদ্দিনের ছেলে ও দারুল কোরআন মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, ৬ সেপ্টেম্বর সোমবার মাগরিবের নামাজের সময়।

দারুল কোরআন মাদ্রাসার পশ্চিমের বিল্ডিংয়ে ২য় তলার ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। পরে তাকে প্রথমে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে তার অবস্থা অবনতি হলে হবিগঞ্জ সদর হাসপাতালে ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় উল্লেখ্য, নাকিব অত্র মাদ্রাসার হিফজ বিভাগের একজন মেধাবী ছাত্র ছিল এবং ইতিমধ্যে আড়াই পাড়া কোরআন খতম সম্পন্ন করেছিল। ৪ ভাই এক বোনের মধ্যে সে সবার ছোট ছিল এবং মা বাবার স্বপ্ন ছিল কোরআনের হাফিজ করার সেই স্বপ্ন আজ স্বপ্নই স্বপ্নই থেকে গেল।

আরও পড়ুন:  ফ্রেন্ডস ক্লাবের ১৩ তম এসএসসি ও দাখিল মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১