আজ সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ১০:১৪

বালাগঞ্জে ৫ কিলোমিটারে কয়েক লাখ মানুষের দুর্ভোগ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২০, ১০:০১ অপরাহ্ণ
বালাগঞ্জে ৫ কিলোমিটারে কয়েক লাখ মানুষের দুর্ভোগ

এম এ কাদির, বালাগঞ্জ থেকে:: ভাঙা সড়ক। যেখানে যানবাহনের বন্ধ হয় স্টার্ট। ঠেলতে হয় গাড়ি। খানা-খন্দকে ভরপুর। ৫ কিলোমিটার সড়কজুড়ে গর্ত আর গর্ত। অল্প বৃষ্টিতে জমে যায় পানি।

সিলেটের বালাগঞ্জ ও ওসমানী নগর উপজেলার জনগুরুত্বপূর্ণ দয়ামীর – দেওয়ান বাজার সড়কে বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় গর্ত আর খানাখন্দের সৃষ্টি হয়েছে। বর্তমানে সড়কটি যান বাহন চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।

গর্ত ও খানাখন্দে পড়ে বিভিন্ন সময় যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছে এতে হতাহতের শিকার হচ্ছেন সাধারন যাত্রীরা। রাস্তাটি সংস্কারে কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী, পথচারী ও যানবাহনের চালকেরা।

সিলেট সুলতান পুর সড়কের মোরার বাজার হতে ঢাকা সিলেট মহাসড়কের দয়ামীর বাজারের সাথে যোগাযোগ রক্ষাকারী এই ৫ কিলোমিটার সড়কে যাতায়াতকারী বালাগঞ্জ, ওসমানী নগর দুইটি উপজেলার কয়েক লক্ষ মানুষ নিত্য দুর্ভোগ পোহাচ্ছেন।বিশেষ করে এ সড়ক দিয়ে গর্ভবতী নারী শিশু ও বৃদ্ধদের যাতায়াত এখন অধিক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত কয়েক বছর আগে বালাগঞ্জ উপজেলা এলজিইডির তত্ত্বাবধানে মোরার বাজার হতে সড়কের আলেকা নামক স্থান পর্যন্ত প্রায় অর্ধেক অংশ সংস্কার করা হয়।অজ্ঞাত কারণে বাকি অংশ সংস্কার বিহীন থেকে যায়।

সড়কটি সংস্কার ও সুষ্ঠু রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে সড়কের বেহাল অবস্থা।এ ব্যাপারে ওসমানী নগর উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ আবু সাঈদ জানান দয়ামীর – দেওয়ান বাজার সড়ক সংষ্কারে দরপত্র আহবান প্রক্রিয়ায় রয়েছে।

সংস্কার কাজ দ্রুত শুরু করতে সংশ্লিষ্ট গণ গুরুত্ব প্রদান করছেন।সিলেট ২ সংসদীয় আসনের এমপি মোকাব্বির খান জানান তিনি উক্ত সড়ক সরেজমিনে পরিদর্শন করে জরুরি ভিত্তিতে সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেছেন। প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে আগামী নভেম্বরের মধ্যে সংস্কার কাজ শুরু হবে বলে জানান

আরও পড়ুন:  জাতীয় মানবাধিকার সোসাইটি মহানগর শাখার শোক

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১