
সিলেটের বার্তা ডেস্ক:: মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ নেতা আলমগীর কবির (৬০)।
তিনি ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য।
গত ২১ আগস্ট তিনি করোনা আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। রোববার দুপুরে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী দুই মেয়ে সহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার নামাজে জানাজা দাফন সোমবার বিকেলে ধর্ম পাশা জামে মসজিদে স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুর সংবাদে ধর্মপাশায় শোকের ছায়া নেমে পড়ে।