
সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জে আব্দুল ওদুদ মিয়া নামের এক আওয়ামী লীগ নেতা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
তিনি গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
এছাড়াও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ী ও রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষানুরাগী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে চৌঘরীস্থ নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা যায়, তিনি দীর্ঘদিন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি গোলাপগঞ্জ বাজারের একজন সফল ব্যবসায়ীও ছিলেন।
এদিকে মরহুমের জানাযার নামাজ বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ মিনিটের সময় রানাপিং আদর্শ স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।