আজ সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ৯:৪০

সিলেটে করোনা রোগী ১১ হাজার ছাড়িয়ে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২০, ০৪:০৫ পূর্বাহ্ণ
সিলেটে করোনা রোগী ১১ হাজার ছাড়িয়ে

সিলেটের বার্তা ডেস্ক:: বুধবার (২সেপ্টেম্বর)  সিলেটে মহামারী করোনা ভাইরাসের রোগীর সংখ্যা ১১ হাজায় ছাড়িয়ে গেছে৷

বুধবার সিলেট বিভাগে নতুন করে আরও ৯৮ জনের শরীরে ধরা পড়েছে এই ভাইরাস।

বুধবার (২ সেপ্টেম্বর) দৈনিক নমুনা পরীক্ষা শেষে এসব রোগী শনাক্ত করা হয়। আজ শনাক্ত হওয়া আরো ৯৮ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্ত ব্যক্তিদের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে।

জানা গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে আজ বুধবার ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা শেষে মোট ৬৬ জনের শরীরে পাওয়া গেছে করোনাভাইরাসের অস্তিত্ব। আক্রান্তদের মধ্যে সিলেটের ৯, সুনামগঞ্জের ২১, মৌলভীবাজারের ২৮ এবং হবিগঞ্জ জেলার ৮ জন রয়েছেন।

এদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে আজ বুধবার যাদের নমুনা পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যে ৩২ জনের শরীরে পাওয়া গেছে করোনা। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২৮ ও মৌলভীবাজার জেলার ৪ জন বাসিন্দা রয়েছেন।

সিলেট বিভাগে আজ (বুধবার) সকাল আটটা পর্যন্ত করোনা পজিটিভ হওয়া মোট মানুষের সংখ্যা ছিল ১০৯৬৫ জন। বুধবার সন্ধ্যায় সিলেটের দুই ল্যাবে শনাক্ত হওয়া মোট ৯৮ জনকে নিয়ে এই সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৬৩ জনে।

আরও পড়ুন:  সিলেটে ভূমিহীনদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন পররাষ্ট্রমন্ত্রী

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১