
সিলেটের বার্তা ডেস্ক:: প্রাণঘাতী করোনা ভাইরাসে আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে নতুন করে শনাক্ত হয়েছেন ১০৯৬৫ জন।
তবে সিলেটে করোনা রোগী শনাক্তের পর থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৮০৪৬ জন।
এদিকে, গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেটে একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরো ৭৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৫৩, সুনামগঞ্জের ১১, হবিগঞ্জে ১০ ও মৌলভীবাজারের ৩ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট পজিটিভ শনাক্ত হওয়া ১০৯৬৫ জনের মধ্যে সিলেট জেলায় ৫৮০৬, সুনামগঞ্জে ২০৭৬, হবিগঞ্জে ১৫৭২ ও মৌলভীবাজার জেলায় ১৫১১ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ পর্যন্ত ভর্তি আছেন ১২৯ জন। এর মধ্যে সিলেটে ৭১, সুনামগঞ্জে ১২, হবিগঞ্জে ৩০ ও মৌলভীবাজারে ১৬ জন।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮৮ জন। এর মধ্যে সিলেটে ২৬, সুনাগঞ্জে ৩৫ ও মৌলভীবাজারে ২৭ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮০৪৬ জন। এর মধ্যে সিলেটে ৪১৯৯ সুনামগঞ্জে ১৭২৯, হবিগঞ্জে ১০২৮ ও মৌলভীবাজারে ১০৯০ জন।
অপরদিকে, সিলেট বিভাগে গতকাল করোনা কেড়ে নিয়েছে একজনের প্রাণ। তিনি সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেটে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮৮। এর মধ্য সিলেটে ১৩৬, সুনামগঞ্জে ২০, হবিগঞ্জে ১২ ও মৌলভীবাজারে ২০ জন।